ছবি( ১২ নভেম্বর প্যানেল চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে নাগরী ইউনিয়ন পরিষদের সামনে বিএনপির বিক্ষোভ, মাঝের ছবি পরিষদের ম্যাপও শেষের ছবি পরিষদ ভবন )
গাজীপুর: গাজীপুরের কালিগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নে নবনিযুক্ত প্রশাসক দায়িত্ব নেয়ার আগেই মেম্বারকে মারধর করা হয়েছে। মুজিবকোট পড়ে পরিষদে যাওয়ায় মেম্বার মার খাওয়ার ফলে পরিষদের সভা পন্ড হয়ে গেছে।
আজ বুধবার (২০ নভেম্বর) সকাল ১০ টার দিকে কালিগঞ্জের নাগরী ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নাগরী ইউনিয়নের চেয়ারম্যান পলাতক থাকায় সরকার প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেয়। স্থানীয় বিএনপির প্রতিরোধের মুখে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব নিতে পারেনি। এরপর কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসারকে প্রশাসক নিয়োগ দেয়া হয় এবং আজ প্রশাসক দায়িত্ব নেয়। প্রশাসক যাওয়ার আগে মেম্বাররা পরিষদে আসতে থাকেন। এক সময় স্থানীয় ওয়ার্ড মেম্বার আশফিয়া খালিদ মুজিবকোট পড়ে পরিষদে প্রবেশ করতে গিয়ে স্থানীয় লোকজনের মারধরের শিকার হন। এই খবর ছড়িয়ে পড়লে নিরাপত্তার অভাবে অন্য মেম্বাররা পরিষদে আসেননি। ফলে নতুন প্রশাসক দায়িত্ব নিলেও পরিষদের প্রথম সভা পন্ড হয়ে যায়।
বিষয়টি সম্পর্কে জানতে আহত মেম্বার আশফিয়া খালেদের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে নাগরী ইউনিয়নের প্রশাসক ও কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম বলেন, মুজিবকোট পড়ে খালেদ মেম্বার পরিষদে আসার পথে গেটে মারধরের শিকার হয়। এই খবরে অন্য মেম্বাররা না আসায় প্রথম দিনেই সভা হয়নি।
এ বিষয়ে কালিগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ বলেন, বিষয়টি প্রশাসক আমাকে জানিয়েছেন।