মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজ বলেছেন, বিশ্বায়নের যুগে শিক্ষার্থীদের মাথা উঁচু করে দাঁড়াতে হলে তথ্য প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। শ্রেণিকক্ষে স্মার্ট বোর্ড ও মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে শিক্ষা প্রদান করতে পারলে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ পদ্ধতি যেমন সহজ হবে তেমনি তথ্য-প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি পাবে।শিক্ষার্থীদের স্মার্ট বোর্ড ও মাল্টিমিডিয়া সম্বলিত ক্লাসে মনোযোগী হতে এবং তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জন করে বিশ্বের বুকে নিজেদের অবস্থান তুলে ধরার আহবান জানান।তিনি সোমবার, ১৮ নভেম্বর/২৪, সকালে বিয়াম মডেল স্কুল ও কলেজ বগুড়ার শ্রেণি কক্ষসমূহে স্মার্ট বোর্ড ও মাল্টিমিডিয়া উদ্বোধন করে উপরোক্ত কথা বলেন।কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, সহকারী কমিশনার সাদমান আকিব, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষদ্বয় দুলাল হোসেন, শফিকা আকতার, সহকারি অধ্যাপক শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, প্রভাষক আব্দুল হান্নান, ইসমত আরা এলিন, সহকারি শিক্ষক আরিফুর রহমান, সনজিদা খানম, মাহফুজ করিম, সরকার মো: তবিবুর রহমান, এএসএম মোস্তফা কামাল, সাব্বির হোসেন, আবু রায়হান, মীর মোশাররফ হোসেন, মমতাজ পারভীন, আরেফিন খাতুন, জহুরুল ইসলাম প্রমুখ।উল্লেখ্য প্রতিষ্ঠানে ৪১টি শ্রেণিকক্ষে ১১টিতে স্মার্টবোর্ড এবং ৩০টিতে মাল্টিমিডিয়া প্রজেক্টর স্থাপন করা হয়েছে।