রমজান আলী রুবেল, শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে মতবিনিময় করেছেন গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাফিসা আরেফীন।
সোমবার(১৮ নভেম্বর) সকালে শ্রীপুর উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদের সভাপতিত্বে এ সতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির,বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আতাহার শাকিল,শ্রীপু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম,পৌর বিএনপির সভাপতি শেখ মারুফ আহমেদ,সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী,শ্রীপুর উপজেলা জামাতে ইসলামী আমির নুরুল ইসলাম, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, ছাত্র সমন্বয়ক আহসান হাবীবসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
এসময় বক্তাগণ শ্রীপুরে অবৈধভাবে জমি দখল, অনিয়ম, মিল-কলকারখানার দূষিত তরল বর্জ্য নিষ্কাশনে পরিবেশ দূষণ, মাদকের অবাধ বিচরণসহ বিভিন্ন সমস্যা নবাগত জেলা প্রশাসককে অবহিত করেন।
এছাড়াও সভাই বনের জমি বেদখল,যানজট,সাম্প্রতিক কালে চুরি-ডাকাতি আসংখ্যাজনক হাড়ে বৃদ্ধি পাওয়ায় জনজীবনে অস্বস্তি ও আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়।