দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলছে গাজীপুরের সাফারি পার্ক

Slider গ্রাম বাংলা

রমজান আলী রুবেল,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: দীর্ঘ তিন মাস ৯ দিন বন্ধ থাকার পর গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক আগামীকাল শুক্রবার দর্শনার্থীদের জন্য খুলে দিচ্ছে পার্ক কর্তৃপক্ষ। ইতিমধ্যে টিকিটসহ বিভিন্ন কাগজপত্রে পার্কের নাম পরিবর্তন করে সাফারি পার্ক গাজীপুর নামে নতুন করে কার্যক্রম শুরু করা হয়েছে। বঙ্গবন্ধু সাফারি পার্কের নাম পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃ পক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাফারি পার্ক গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বনসংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম।

সাফারি পার্ক গাজীপুর এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বনসংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম বলেন, চলতি বছরের ৫ আগস্ট ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলনের পর পার্কটির বেশ কিছু বেষ্টনী ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে উর্ধতন কর্তৃপক্ষের নিদর্শনায় সাফারি পার্ক অনির্দিষ্ট্য কালের জন্য বন্ধ ছিলো। আগামীকাল শুক্রবার থেকে সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে যেকোনো দর্শক সাফারি পার্ক পরিদর্শন করতে পারবে।

তিনি আরো জানান, পার্কের কয়েকটি বেষ্টনী ছাড়া সবকিছু ঘুরে দেখতে পারবে দর্শনার্থীরা। তিনি আরও জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের নাম পরিবর্তনের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর সুপারিশ পাঠানো হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে সাফারি পার্ক গাজীপুর নামে যাত্রা শুরু করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *