ছবি( সাড়ে ১১ টায় চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তোলা )
গাজীপুর: ২৬ ঘন্টা ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ থাকায় ঢাকা- সিলেট মহাসড়কের ঢাকা- টঙ্গী-সিলেট আঞ্চলিক মহাসড়ক ও ভোগড়া- সিলেট বাইপাস ও গাজীপুর টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। ঢাকায় দুটি রাজনৈতিক পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ঢাকামুখী যানবাহন কম এবং থেমে থেমে চলায় যানজট বেশী তীব্র হচ্ছে। একই অবস্থা ঢাকা-ময়মনসিংহ, ঢাকা- টাঙ্গাইল সহ সকল মহাসড়ক ও আঞ্চলিক সড়কেও। পুলিশ বলছে অবস্থা শোচনীয়।
আজ রবিবার (১১ নভেম্বর) সকাল থেকে মহাসড়কগুলোতে এই অচলাবস্থা দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা থেকে টঙ্গী হয়ে মীরের বাজার দিয়ে সিলেট বাইপাস সড়কে চলাচলকারী সকল পরিবহন থমকে গেছে। ভোগড়া চৌরাস্তা থেকে সিলেট ও চট্রগ্রাম রুটেরও একই অবস্থা। ঢাকা-ময়মনসিংহ রোড বন্ধ থাকায় ঢাকা- টাঙ্গাইল রোডেও যানজট। সব মিলে আব্দুল্লাহপুর থেকে উত্তর, পূর্ব ও পশ্চিম বঙ্গে যাতায়াতকারী সকল( ৫৯টি রুট) রুটের অবস্থাই শোচনীয়। মহাসড়কে যাতায়াতকারী গণপরিবহনের যাত্রীরা কাছাকাছি দূরত্বে গন্তব্য হলে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে বা ছোট ছোট সড়ক দিয়ে নিরাপদ গন্তব্যে চলে যাচ্ছেন। চান্দনা চৌরাস্তা থেকে টাঙ্গাইল গামী অসংখ্য ছোট বড় পরিবহন গন্তব্যে যেতে না পেরে ফিরে যাচ্ছে।
গাজীপুর শহরে বসবাসকারী কালিয়াকৈর হাইটেক পার্কে কর্মরত প্রকৌশলী বিনতে আনসারী শান্তনা জানান, মহাসড়কে যানজট থাকায় আমার গাড়ি নিয়ে বাসায় ফিরে আসছি। অফিসে যানজটের ছবি পাঠিয়ে দিছি।
টঙ্গী স্টেশন রোডের যাত্রী হাবিবুর রহমান কালের কন্ঠকে বলেন, সিলেট যেতে চেয়েছিলাম। যানজট থাকায় টঙ্গীতে নেমে গেছি।
গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার ( এডিসি) অশোক কুমার পাল বলেন, অবস্থা শোচনীয়। রাস্তা থেকো শ্রমিকদের ব্যারিকেড না উঠলে কিছু করা সম্ভব নয়। তবুও আমরা যানজট নিরসনে কাজ করছি।