ঢাকা: হজ পালন শেষে ফিরতি হজফ্লাইট কার্যক্রমের আওতায় রোববার (১৮ অক্টোবর) পর্যন্ত ৬৮ হাজার ৯৫১ জন হাজী দেশে ফিরেছেন।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯০টি হজফ্লাইটে (৭৭টি ডেডিকেটেড ও ১৩টি শিডিউল ফ্লাইটের মাধ্যমে) ৩৫ হাজার ৮৪৮ জন হাজী দেশে ফিরিয়ে আনে। বাকি ৩৩ হাজার ১০৩ জন হাজী সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরেছেন।
রোববার (১৮ অক্টোবর) বিমান বাংলাদেশের জনসংযোগ বিভাগের সহকারী ব্যবস্থাপক তাছমিন আকতার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রোববার বিমানের আরও দু’টি হজফ্লাইটে হাজীরা দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মাসব্যাপী এ ফিরতি হজফ্লাইট কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৪ হাজার ৮৪৫ জন হাজীকে জেদ্দা-ঢাকা রুটে বাংলাদেশে আনবে। এর মধ্যে ২ হাজার ৭৪২ জন ব্যালটি হাজী। বাকি ৫২ হাজার ১০৩ জন নন-ব্যালটি হাজী। ডেডিকেটেড ও শিডিউল ফ্লাইট মিলিয়ে এ সময়ের মধ্যে বিমান মোট ১৪০টি হজফ্লাইট পরিচালনা করবে।
ইতিমধ্যে প্রায় ৭০ হাজার হাজী দেশে ফিরেছেন। বাকি হাজীরা আগামী ২৮ অক্টোবরের মধ্যে দেশে ফিরবেন।
বাংলাদেশ থেকে এ বছর সরকারী ব্যবস্থাপনায় ২ হাজার ৭৪২ জন হজযাত্রীসহ মোট ১ লাখ ৭ হাজার ২৯০ জন যাত্রী সৌদি আরব হজ পালন করতে গেছেন। যার মধ্যে বিমান ১১৯টি ডেডিকেটেড ও ৩৩টি শিডিউল ফ্লাইটসহ ১৫২টি ফ্লাইটের মাধ্যমে মোট ৫৪ হাজার ৮৪৫ জন হজযাত্রী পরিবহন করে। আগামী ২৮ অক্টোবর সর্বশেষ ফিরতি হজফ্লাইট আসবে।
গত ১৬ আগস্ট বিমান বাংলদেশ এয়ারলাইন্সের হজফ্লাইট কার্যক্রম-২০১৫ এর শুভারম্ভ হয়।