যুবদল নেতা হত্যায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

Slider ফুলজান বিবির বাংলা

যুবদল নেতা আনোয়ার হোসেন আনু হত্যা মামলায় অভিযুক্ত ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ (৪২) ও পাপিয়া আক্তার পান্নাকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার ঢাকার শাহবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাসেল মাহমুদ ফতুল্লার বিসিক মার্টিন গার্মেন্টস এলাকার গোল মোহাম্মদের ছেলে ও পাপিয়া আক্তার পান্না একই থানাধীন দেওভোগের এল এন এ রোডের করিম মিয়ার মেয়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ আগস্ট রাত ৮টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পশ্চিম পাশে হেলেনা সেঞ্চুরি অ্যাপার্টমেন্টের লিফটের ফাঁকা জায়গার নিচতলা থেকে যুবদল নেতা আনোয়ার হোসেন আনুর লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় রাসেলসহ নিহতের স্ত্রী, সন্তান, শ্যালকসহ ৮জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। মামলা দায়েরের পর পুলিশ ৫ আসামিকে গ্রেপ্তার করলেও রাসেল ও পান্না পলাতক ছিলেন। এর আগে এ মামলায় নিহতের স্ত্রী রোকসানা আক্তার পুতুল (৪৬), জান্নাত আরা জাহান প্রেরণা (২১), নূর আলম (৫৫), সারিদ হোসেন (১৯), কাজলসহ (৩২) পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছিলো পুলিশ।

আসামিদের আদালতে পাঠালে রাসেল মাহমুদকে ২ দিনের এবং পাপিয়া আক্তার পান্নাকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *