শ্রীপুরে মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে গুলি বর্ষণ

Slider গ্রাম বাংলা


রমজান আলী রুবেল,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে এক বিএনপি নেতা স্কুল শিক্ষরে বাড়িতে গুলিবর্ষণ করেছে অজ্ঞাত দূর্বৃত্বরা। তিনটি গুলি জানালার কাঁচ বেধকরে ঘরের ভেতর প্রবেশ করে। এতে কেউ হতা হত হয়নি। ঘটনা ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মাহমুদুল হাসানের বাড়িতে। মাহমুদুল হাসান ওই গ্রামের মৃত তালেব হোসেনের ছেলে। তিনি বরমী ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। একই সাথে তিনি বরমী ইউনিয়ন বিএনপির সহসভাপতির দায়ীত্ব পালন করছেন।

মাহমুদুল হাসান বলেন, রাতে আমি ঘরে শুয়ে ছিলাম। হঠাৎ তিনটি বিকট শব্ধ শুনতে পাই। ছুটে গিয়ে দেখি আমার ছেলেদের থাকার ঘরের বাহির থেকে অজ্ঞাত দূর্বৃত্তরা তিনটি গুলি করেছে। গুলি তিনটি জানালার কাঁচ বেধ করে ঘরে প্রবেশ করে। ঘরে আমার দুই ছেলে,পুত্রবধু ও নাতি ছিলো। গুলি বিদ্ধ হয়ে যে কারো মৃত্যু হতে পারতো। আমাদের ডাক চিৎকার শুনে আশ পাশের লোকজন এগিয়ে আসে। পরে আমি পুলিশে খবরদেই। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুইটি এবং পরদিন সকালে একটি গুলি উদ্ধার করে। এ বিষয়ে তিনি থানায় অভিযোগ দিয়েছেন।

ওই শিক্ষকের পুত্রবধু নুসরাত জাহান বলেন,রাত সাড়ে বারোটার দিকে মেয়ে বিছানায় ঘুমাচ্ছিলো। আমি পাশে বসা। আমার স্বামী শিবলী পাশে দাড়ানো ছিলেন। হঠাৎ জানালার দিকে বিকট শব্দ হয়। আমি ধূয়া দেখতে পাই। একটি গুলি জানালার কাঁচ বেধ করে ঘরের মেঝেতে পড়ে। একই সময়ে পাশের ঘরের জানালায় দু’টি বিকট শব্ধ শুনতে পাই। ওই ঘরের জানালা বেধ করে দু’টি গুলি মেঝেতে পরে। অজ্ঞাত দূর্বৃত্তরা বাহির থেকে আমাদের ঘরের ভেতর গুলি বর্ষণ করে। আমরা আতংকিত হয়ে পরি।
শ্রীপুর থানার পরিদর্শক (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে গুলি উদ্ধার করেছে। এবিষয়ে ভূক্তভোগী শিক্ষক অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *