টঙ্গীতে তারেক রহমানের ৩১ দফা নিয়ে ছাত্রদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময়

বাংলার মুখোমুখি

গাজীপুর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উত্থাপিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের শিছবক্ষার্থীদের মাঝে পৌছে দিতে ও আগামীর বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে ছাত্রদল।

সোমবার(৪ নভেম্বর) টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এইচ এম আবু জাফর।
প্রধান অতিথি শিক্ষার্থীদের নিকট সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ ক্যাম্পাস বিনির্মানের প্রতিশ্রুতিব্যাক্ত করেন।

এ সময় তিনি বলেন, গত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকারের পেটোয়া বাহিনী ছাত্রলীগ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নির্যাতন করে ভয়ের সংস্কৃতি চালু করেছে। তারা চাঁদাবাজি,টেন্ডারবাজি দখলদারিত্ব, হত্যার রাজনীতি করেছে। এই ধরনের অপরাজনীতি রুখে দিয়ে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নিরাপদ ক্যাম্পাস ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করছি। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত, ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠা ,নিয়মিত খেলাধুলার আয়োজন, সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা, শিক্ষা সফরের আয়োজন করাসহ শিক্ষার্থীবান্ধব কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশে ছাত্রদল সোচ্চার থাকবে। এসময় গুগগতিনি আগামীর ছাত্ররাজনীতি ও বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের মতামত জানতে চান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন ,সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম শামীম, সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *