ছবি( কালিগঞ্জে সমবায় দিবস পালন)
গাজীপুর: “সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ সময় জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে সমবায় দিবস উপলক্ষে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজি টুলু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ইউসুফ হাবিব, বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ।
এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ক্বারী মো. মোশাররফ হোসেন, পবিত্র বাইবেল পাঠ করেন স্বপন স্টিফেন রোজারিও এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন, তারিনী চন্দ্র মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে এস.এম. ইমাম রাজী টুলু বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর মূলমন্ত্র সমবায়ভিত্তিক সমাজ গঠন। এসব উন্নত দেশগুলো সমবায় পদ্ধতি অনুসরণ করে উন্নতি লাভ করেছে। একটা দেশের দরিদ্র জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যেতে হলে তাদের মধ্যে একতা তথা সমবায়ী মনোভাব গড়ে উঠা অত্যন্ত জরুরি।