রমজান আলী রুবেল, শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে চাঞ্চল্যকর গৃহবধু স্মৃতি রাণী পাল হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় অভিুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার তাদের আদালতে সোপর্দকরা হয়। নিহত স্মৃতি রাণী পালময়মনসিংহ জেলার গৌরীপুর খানার দৌলতপুর গ্রামের সুনিল পালের মেয়ে।
গ্রেফতাররা হলেন স্মৃতি রাণী পালের স্বামী উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের কেসব সরকারের ছেলে কাব্য সরকার(২৬)। কাব্যের মামা উপজেলার বরমী গ্রামের মৃত গোপাল চন্দ্র সরকারের ছেলে নিমাই সন্নাসী(৫৫) ও নিমাই সন্নাসীর স্ত্রী বেলী সরকার। বুধবার পাঁচদিনের রিমান্ড চেয়ে গ্রেফতার দের আদালতে সোপর্দ করা হয়।
মামলা সূত্রে জানাযায়, কাব্য তার স্ত্রী সন্তানকে নিয়ে মামা নিতাই সন্নাসীর বাড়িতে থাকতো। মামা নিমাই সন্নাসী ভাগ্নে বউ অন্য গোত্রের হওয়ায় সহজে মেনে নিতে পারেনি। গত সোমবার রাত সাড়ে আটটারদিকে কাব্য ভারতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাত সাড়ে নয়টার দিকে স্মৃতি তার ছোটভাই হৃদয়য়ের মোবাইলে ফোনকরে বাবা-মা’র সাথে কথা বলে। রাত দশটার দিকে কাব্য ফোন করে স্মৃতির বাবা সুনিল চন্দ্রকে জানায়, দ্রæত শ্রীপুর হাসপাতালে যেতে।স্মৃতির যেন কি হয়েছে। সুনিল দৌড়ে হাসপাতালে গিয়ে মেয়ের কোপানো মরদেহ দেখতে পান। সুনিলের অভিযোগ পারিবারিক কলহের কারণে অভিযুক্তরা পরিকল্পিত ভাবে তার মেয়েকে কোপিয়ে হত্যা করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক(এস আই) মো. কুদ্দুছ জানান, নিহতের বাবা বাদী হয়ে তিন জনকে আসামী করে হত্যা মামলা করেছেন। ওই মামলার অভিযুক্ত তিন আসামীকে গ্রেফতার করে পাঁচদিনের রিমানবড চেয়ে বুধবার আদালতে সোপর্দ করা হয়।