মো: সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের কালীগঞ্জে বৈদ্যুতিক খুঁটিতে পিকআপের ধাক্কায় মুক্তাদির (৩৩) নামক চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯শে অক্টোবর) ভোরে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের নলছাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তাদির হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার চইলা রামপুর এলাকার হাসেন আলীর পুত্র। সে পেশায় পিকনিক ভ্যান চালক।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তাদির মঙ্গলবার রাতে ডাব বোঝাই করে পিকআপ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পিকআপটি কালীগঞ্জের নলছাটা নামক স্থানে পৌঁছালে ঘুমের ঘোরে চালক বৈদ্যুতিক খুঁটিতে স্বজোরে ধাক্কা দিলে চাপা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস কর্মী, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করা হয়।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে ভোরে ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ও লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা ঘুমের ঘোরে চালক বৈদ্যুতিক খুঁটিতে স্বজোরে ধাক্কা দিলে চাপা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।