ওয়াসিফ আহাম্মেদ কিশোরঃ ময়মনসিংহের ভালুকায় ১১ নং রাজৈ ইউনিয়নের জামিরা পাড়া থেকে পারুলদিয়া বাজার রাস্তাটি ধিরে ধিরে মৃত্যু ফাদেঁ পরিনত হচ্ছে। ভালুকা থেকে রাজৈ ইউনিয়নের বোর্ড বাজার পর্যন্ত রাস্তাটি কার্পেটিং পিচ হলেও জামিরা পাড়া থেকে পারুলদিয়া বাজারের রাস্তার জামিরা পাড়া অংশটুকু রয়ে গেছে অবহেলার চাদরে ঢাকা, এই অংশটুকু দীর্ঘদিন ইটের সলিং থাকায় অনেক জায়গায় ইট ভেঙে খুলে যাওয়ায় গর্ত হয়ে বৃষ্টির সময় পানি জমে রাস্তাটি নষ্ট হচ্ছে। মোট রাস্তার বেশিরভাগ অংশই ভেঙে গর্ত হয়ে গেছে। এসব গর্তগুলো কোনোটি ছোট আবার কোনটি ৫/৭ ফুটের মতো গর্ত আকার ধারণ করেছে। এই রাস্তায় মোটর সাইকেল, প্রাইভেট কার,সিএনজি, অটোরিকশা, ট্রাক,লড়ি সহ বিভিন্ন যানবাহন প্রতিনিয়ত চলাচলের সময় দূর্ঘটনা ঘটে চলেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় জামিরা পাড়া মধ্যের ভিটা নামক স্হানে এবং নদীর পাড়ের এই দুটি অংশে সবচেয়ে বেশি ভাঙা এবং দূর্ঘটনার আশংকা রয়েছে।
এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত সংস্কার না করা হলে বড় দূর্ঘটনা সহ রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যাবে।