মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়া জেলার “কাহালু উপজেলার”( বীরকেদার ইউনিয়নের) বারোমাইল গ্রামের নুরুল ইসলাম (সাজু) নামের এক চাতাল ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে হাত-পা ও চোখ-মুখ বেঁধে স্বর্ণালঙ্কার ও টাকাসহ প্রায় ২০ লাখ টাকার বেশী মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত সোমবার,২১ অক্টোবর /২৪, গভীর রাতে।ব্যবসায়ী সাজু জানান, ওই দিন রাত (৩.১৮pm)টার দিকে ৮/৯ জনের একদল ডাকাত প্রথমে তার বাড়ির রান্না ঘরের জানালার গ্রিল কেটে ভিতরের প্রবেশ করে। এরপর একই কায়দায় তার ঘরের জানালার গ্রিল কেটে ধারালো অস্ত্র নিয়ে ভিতরে প্রবেশ করে তার হাত-পা ও চোখ-মুখ বেঁধে ৪৬ হাজার টাকা এবং তার স্ত্রী আফরোজা বেগমের ৩০ হাজার টাকাসহ প্রায় ১৫ ভরি সোনার গহনা লুট করে নিয়ে যায়।ব্যবসায়ী সাজু চাতাল ব্যবসাসহ তার ইটভাটা রয়েছে। তিনি এখনও থানায় কোন লিখিত অভিযোগ করেননি। তবে ঘটনার সংবাদ শুনে কাহালু থানা পুলিশ রাতেই তার বাড়ি পরিদর্শন করেছেন। এ বিষয়ে কাহালু থানার এসআই মাসুদ করিম জানান, এ ধরনের সংবাদ তিনি পেয়েছেন, তবে ভুক্তভোগী থানায় কোন লিখিত অভিযোগ করেননি।