বগুড়া জেলার “ধুনটে” ২ সাংবাদিক-সহ আ’লীগের ৮১ জনের বিরুদ্ধে মামলা

Slider রাজশাহী


হাবিবুর রহমান হাবিব,ধুনট(বগুড়া)প্রতিনিধি : বগুড়া জেলার “ধুনটে ” ৬ বছর আগে বিএনপির মিছিলে ককটেল হামলা ও ব্যানারে অগ্নিসংযোগের অভিযোগে দুই সাংবাদিক ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৮১ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শুক্রবার,১৮অক্টোবর/২৪, বগুড়া জেলার “ধুনটে” উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুন-নবী তালুকদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম।মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক মহসীন আলম, শরিফ উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান এসএম মাসুদ রানা, বগুড়ার সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আমজাদ হোসেন মিন্টু, বগুড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এএইচএম আখতারুজ্জামান, প্রভাষক সিরাজুল হক লিটন, রাশেদ আল-আমিন আলম, এসএম আরিফ বিল্লাহ সুমন, শিক্ষক কামরুল হাসান, রুহুল আমিন লিটন ও হাসান খসরু নুপুরসহ আরও অনেকে।মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়। একতরফা ওই নির্বাচনের বিরুদ্ধে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল আন্দোলনের কর্মসূচি ঘোষনা করে। ওই কর্মসূচির অংশ হিসেবে ২০১৮ সালের ২১ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় বিএনপির নেতাকর্মীরা ধুনট শহরে বিক্ষোভ মিছিল নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় পৌছে পথসভা করতে থাকেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপির পথসভায় ককটেল হামলা করে। এছাড়া বিএনপির ব্যানারে অগ্নিসংযোগ করে উল্লাস করে তারা। ওইদিন আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় বিএনপির প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়। সে সময় থানায় মামলা দিতে গেলে তা নেওয়া হয়নি। এখন রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হওয়ায় মামলাটি করলেন বলে বাদি মামলার আরজিতে উল্লেখ করেছেন।ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, এ মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *