মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি : কাহালু যুব সমাজের আয়োজনে কাহালু পৌর এলাকার উলট্ট ঈদগা মাঠে গত শুক্রবার, রাতে এক তাফসীরুল কোরআন মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, মুফতি মাওলানা আমির হামজা।মাহ্ফিলে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী। মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও বগুড়া জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন।বক্তা ছিলেন, মাওলানা মো.আব্দুল বারী রশিদী, বগুড়া জেলা ওয়ালা মাশায়েক পরিষদের সেক্রেটারি প্রভাষক ড. মাওলানা আবু সালেহ মামুন, কুষ্টিয়ার হাফেজ মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ। আরও উপস্থিত ছিলেন জামায়াতের কাহালু উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুস শাহীদ খান, সেক্রেটারী শহীদুর রহমান সবুজ, অফিস সেক্রেটারী প্রভাষক আব্দুল মোমিন, জামায়াতের পৗর শাখার হাফেজ সাইফুল ইসলাম নজরুল, ফকরুল ইসলাম এবং grambanglanews24 -এর বগুড়া জেলা প্রতিনিধি :- জ্বনাব মোঃ মাসুদ রানা সরকারসহ প্রমুখ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।আমির হামজা বলেন, রাষ্ট্রে সন্ত্রাস, হত্যা, দুর্নীতি আর সুদ-ঘুষ বন্ধ করতে হলে সকলকে ইসলামী জীবন বিধান মেনে চলাসহ কোরআনের নির্দেশনা ও মহানবী হয়রত মুহম্মাদ (ﷺ) এর প্রদর্শিত পথে চলতে পারলে অল্প সময়ের মধ্যে আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।