রমজান আলী রুবেল ,শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, আমাদের সমাজে হিন্দু মুসলমান সংখ্যালঘু বলে কোন ভেদাভেদ নেই। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে মন্দিরে কোন ধরনের হামলা নাশকতা নেই। আজ হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারছে। হিন্দু মুসলিম ভেদাভেদ ভূলে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।
শুক্রবার (১১ অক্টোবর) বিকালে শ্রীপুর পৌরসভার সার্বজনীন দূর্গা মন্দিরে শারদীয় দুর্গা পূজায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীর উৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময় কালে এসব কথা বলেন।
শ্রীপুর সার্বজনীন দুর্গা মন্দির সভাপতি হরি নারায়ন চৌহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মারুফ শেখ, সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন বেপারী, আবুল হোসেন প্রধান, শ্রীপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল হক মোল্লাহ্সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।