সাভারের আশুলিয়ার জামগড়ায় বাসচাপায় এক পোশাক শ্রমিক মারা গেছেন। এই ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। এসময় তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। এছাড়া বেশ কয়েকটি বাসে ভাঙচুরও চালায় তারা। সোমবার সকাল সাড়ে ৮টায় জামগড়া এলাকায় ‘গ্রামীণ সেবা’ পরিবহনের একটি বাস এক পোশাক শ্রমিককে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান ওই শ্রমিক। খবর পেয়ে ওই এলাকার কয়েকটি কারখানার পোশাক শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। প্রায় ২০টি যানবাহনে ভাংচুর চালায় তারা। গ্রামীণ সেবার তিনটি গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে ইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভায়। নিহত শ্রমিকের পরিচয় জানা যায়নি। তিনি ‘পলমল গার্মেন্টস’-এ কাজ করতেন। এদিকে বিশৃঙ্খলার আশঙ্কায় পলমল গার্মেন্টসহ জামগড়া এলাকার কয়েকটি কারখানায় একদিনে