গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের বিরুদ্ধে জমি দখলের মিথ্যে অভিযোগ দিয়ে বুধবার গাজীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।
শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের, জব্বার ফকিরের ছেলে মোস্তফা ফকির। গতকালের সংবাদ সম্মেলনের প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১ টার শ্রীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন,তাদের অভিযোগ ভিত্তিহীন। তারা বিভিন্ন সময়ে এবং টাকার প্রয়োজনে তার স্বজনদের কাছে জমি বিক্রি করেছে।
কেউ তাদের জমি দখল করতে যায়নি। আমার বিরুদ্ধে মিথ্যে সংবাদ সম্মেলন করে আমার সম্মানহানি করেছে আমি তাদের উপযুক্ত বিচার চাই।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি, শ্রীপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের কাছে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান।