গভীর রাতে বাড়িতে হামলা ধংশ স্তুপে শেষ সম্বল খোঁজছেন পাপান

Slider গ্রাম বাংলা


রমজান আলী রুবেল,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি. গাজীপুরের শ্রীপুরে অসহায় পরিবারের বশত বাড়ি গুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। বাড়ির ধংশ স্তুপের ভেতর পড়নের এক টুকরা কাপড় খোঁজছেন অসহায় নারী পাপন। মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় এমন দৃশ্য। এসময় ভূক্তভোগীরা গনমাধ্যম কর্মীদের কাছে তুলে ধরেন নির্যাতনের কথা। বর্বর হামলা ভাংচুরের ঘটনা ঘটে সোমবার রাত আড়াইটার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামে।
ভূক্তভোগীরা হলেন ওই গ্রামের আ.বারেক (৫০),মো.ফারুক(৪৫) গং। অভিযুক্তরা হলেন একই গ্রামের এনামুল(৪৫),কালাম(৫৭),মালেক(৫৫),রকি(২০),শাহজাহান(৬০)ও লালমিয়া(৬৫)গং।
ভূক্তভোগী পাপন জানান, দীর্ঘ দিন যাবত আমার স্বামী ভাসুর গন পৈত্রিক জমিতে বশতবাড়ি করে বসবাস করেছেন। প্রতিপক্ষ এনামুল গং দীর্ঘ দিন যাবত আমাদের সাথে বিরোধ করে আসছে। সোমবার রাত আড়াইটার দিকে গাজীপুর ইউনিয়ন বিএনপির ভাপ্রাপ্ত সভাপতি মো. এনামুল শতাধিক ভাড়াটে বাহিনী নিয়ে আমাদের বশত বাড়িতে হামলা চালায়। আমার স্বামী ফারুক তার ভাই আ.বারেককে গলায় অস্ত্র ঠেঁকিয়ে জিম্মিকরে বাড়ি ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়। লুটপাট করে নিয়েছে নগত টাকা স্বর্ণালংকার। পুড়িয়ে দিয়েছে ঘরের আসবা পত্র। আমাদের পরনের এক টুকরো কাপড় ও নেই। রাতে আমরা পাশের বাজারের একটি দোকানে আশ্রয় নেই।

আ.বারেক জানান, আমরা রাতে ঘুমিয়ে ছিলাম। রাত আড়াইটার দিকে এনামুল শতাধিক ভাড়াটে বাহিনী নিয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে। আমাদেরকে গলায় অস্ত্র ঠেঁকিয়ে হাত-পা বেঁধে জিম্মি করে। বাড়ি ঘর ভাঙচুর করে। স্বর্ণালংকার টাকা লুটপাট করেনেয়। ঘরে থাকা আসবাপত্র,পড়নের কাপড়, দরকারী কাগজ পত্র পুড়িয়ে দেয়। ঘরে থাকা জিনিষ পত্র লুটপাট করে নেয়।

অভিযোগ অস্বীকার করে বিএনপির নেতা এনামুল বলেন, বারেক গং আমাদের জমি দখল করে রেখেছে। আমাদেরকে ফাঁসাতে নিজেরাই ঘটনা ঘটিয়ে মিথ্যা অভিযোগ দিচ্ছে।
শ্রীপুর থানরা পরিদর্শক(ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, এবিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *