বগুড়া জেলা প্রশাসকের বিভিন্ন স্থান পরিদর্শন

Slider রাজশাহী


মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জ্বনাবা হোসনা আফরোজা “শেরপুর উপজেলা য়” বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। গত রবিবার ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় শেরপুর থানা পরিদর্শনের মাধ্যমে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জ্বনাবা, হোসনা আফরোজা শেরপুর উপজেলা পরিদর্শন শুরু করেন। সকাল(১১:৩০am) টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন ও অফিসারদের সাথে মতবিনিময় শেষে ছাত্র জনতার আন্দোলনে আহত ব্যক্তি ও পরিবারের মাঝে আর্থিক অনুদান এবং বেকার যুব মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এসময় তিনি নব নির্মিত অফিসার্স ক্লাবের ব্যাডমিন্টন কোর্টের শুভ উদ্বোধন করেন। দুপুর সাড়ে (১২.২৫pm) টায় পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম দর্শন ও উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন করেন এবং দুপুর (১.১৭pm) টায় উপজেলা পরিষদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠের মেহরাব নির্মাণ প্রকল্পের ফলক উন্মোচন করেন। দুপুর (১:৪২ pm) টায় “গাড়িদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়”, গাড়িদহ কমিউনিটি ক্লিনিক এবং দুপুর ২ টায় গাড়িদহ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। দুপুর ২:৩০ টায় উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জ্বনাবা হোসনা আফরোজা উপজেলার দড়িবাংড়া আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার এস এম রেজাউল করিম সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *