মেহেরপুরে প্রেমে ব্যার্থ হয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

Slider জাতীয়

indexপ্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় মেহেরপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে একই গ্রামের এক কলেজ পড়–য়া যুবক। বুধবার রাত দশটার দিকে গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে এ ধর্ষনের ঘটনা ঘটে। এই ঘটনায় শুভর বন্ধু বাবুল আক্তারকে আটক করছে র‌্যাব। ধর্ষিতা স্কুল ছাত্রী গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। স্কুল ছাত্রী ও তার পরিবার জনান, প্রায় ৩ মাস ধরে গাড়াডোব গ্রামের আনারুল ইসলামের ছেলে ও বাঁশবাড়িয়া বিএম কলেজের একাদশ শ্রেণীর ছাত্র শুভ হোসেন প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। প্রস্তাবে রাজী না হওয়ায় বুধবার দিবাগত রাত ৮ টার দিকে বাড়ির পিছনে টিউবওয়েলে পানি নিতে আসলে শুভ ও তার বন্ধুরা মিলে মুখ বেঁধে তুলে নিয়ে যায়। পরে নির্জনস্থানে নিয়ে ধর্ষণ করার পর বাড়ির পাশে তাকে ফেলে রেখে পালিয়ে যায়।
রাতেই র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের একটি দল গাড়াডোব গ্রামে অভিযান চালায়। এসময় শুভুর বন্ধু একই গ্রামের আবু বক্করের ছেলে ও মেহেরপুর সরকারী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র বাবুল আক্তারকে (১৮) আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়ে সে স্বীকারোক্তি দিয়েছে বলে জানায় র‌্যাব। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ স্কুল ছাত্রীর ডাক্তারী পরীক্ষা করানো হবে। অভিযুক্ত শুভসহ তার বন্ধুদের আটকের চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *