গাজীপুর: ৫ আগষ্টের পর অনেকেই দখলবাজী চাঁদাবাজী ইত্যাদি করে মানুষের সাথে দূরত্ব তৈরীর অপচেষ্টা করছেন। বিএনপি এসব করে না, বিএনপি জনগনের সেবা করে। অতীতেও করেছে এখনো করছে সামনেও করবে। স্বচ্ছ ও ক্লিন ইমেজ প্রতিষ্ঠার জন্য বিএনপি সব ধরণের সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাড়ে ৭ হাজার মাইল দূরে রয়েছেন। এত দূরে থেকে ঘরে ঘরে এই ম্যাসেজ পৌছানো সম্ভব নয়। আমরা আন্তরিক হয়ে ঘরে ঘরে তারেক রহমানের ম্যাসেজ পৌছে দেয়ার জন্য গুচ্ছ আলোচনা শুরু করেছি। এটা ধারাবাহিক ভাবে চলবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা: মাজহারুল আলম। তিনি বলেন, পৃথিবীর প্রথম ফ্যাসিস্ট মোসোলিনি, ২য় ফ্যাসিস্ট এডল্ফ হিটলার এবং তৃতীয় সর্ব নিকৃষ্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা বলে মন্তব্য তার।
শনিবার(২১ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীতে পর পর তিনটি স্থানে এই গুচ্ছ আলোচনা অনুষ্ঠান হয়।
গাজীপুর মহানগরের ৫৪ নং ওয়ার্ডের টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ, ৫৫ নং ওয়ার্ডের কো-অপারেটিভ মার্কেট এবং ৫১ নং ওয়ার্ডে সাতাইশ উচ্চ বিদ্যালয়ে এই তিনটি অনুষ্ঠান হয়।
এসকল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা: মাজহারুল আলম বলেন, তারেক রহমানের সমকালীন বার্তা এবং বর্তমান রাষ্ট্রসংস্কার ভাবনা কে জ্ঞানপিপাসু স্বচ্ছ তরুন প্রজন্ম এবং তৃনমূলের কাছে পৌছানোর লক্ষ্যে গুচ্ছ আলোচনা, সভা ও সেমিনারের মত ধারাবাহিক কর্মসূচি শুরু করা হয়েছে।
তিনি বলেন, বিএনপি ছাড়া এই দেশ গণতান্ত্রিকভাবে আর কেউ চালায়নি। এরশাদের দশ বছর ভোটের প্রয়োজন হয়নি, আওয়ামীলীগের ১৬ বছর ভোটের প্রয়োজন হয়নি, ১/১১ এর দুই বছর ভোটের প্রয়োজন ছিল না। বিএনপি চায় এদেশে সব সময় গণতন্ত্র থাকুক। জিয়াউর রহমান এদেশে গণতন্ত্র কায়েম করেছিলেন, আর খালেদা জিয়া সেটি পুনরুজ্জীবিত করেছিলেন। কিন্তু গণতন্ত্র ধ্বংস হয়েছে শুধু ষড়যন্ত্রের কারণে। দখলবাজি বিএনপির কাজ নয়, বিএনপির কাজ হলো জনগণের সেবা করা। তারেক রহমানের ম্যাসেজের মর্মার্থ দেশবাসী বুঝতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। পৃথিবীর প্রথম ফ্যাসিস্ট মোসোলিনি, ২য় ফ্যাসিস্ট এডল্ফ হিটলার এবং তৃতীয় সর্ব নিকৃষ্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা বলে মন্তব্য তার।
টঙ্গী ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু মাস্টারের সভাপতিত্বে বৈঠকে আরো বক্তব্য দেন, গাজীপুর মহানগর তাঁতী দলের আহ্বায়ক তাজুল ইসলাম বেপারি, বিএনপি নেতা আমির হোসেন বেপারি, ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম, মো. মহিউদ্দিন, আতিকুল্লাহ মিঠু, আবুল কাশেম, জনি সরকার, সাইম সরকা, কামাল হোসেন, আমিনুল ইসলাম ও মিডিয়া সমন্বয়কারী মো: মাফিকুর রহমান সেলিম প্রমুখ।