ভর্তি পরীক্ষা বাতিল করে আবারও পরীক্ষা নেয়ার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন ভর্তিচ্ছুক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাদের কর্মসূচিতে যোগ দিয়েছেন অভিভাবকরাও। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন। ভর্তিচ্ছুকরা পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে সেøাগান দিচ্ছেন। সড়কে অবস্থান নেয়ার কারণে শাহবাগ হয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র রোগী বহনকারী যানবাহন পার করে দিচ্ছেন শিক্ষার্থীরা। এদিকে অবস্থানে সংহতি জানিয়ে বিএসএমএমইউ’র শিক্ষক প্রতিনিধিরা বলেছেন, অসৎভাবে পরীক্ষা দিয়ে যারা চিকিৎসক হবেন তাদের কাছ থেকে সৎ সেবা আশা করা যায় না। শিক্ষার্থীদের দাবি অনুযায়ি নতুন করে পরীক্ষা নেয়ার দাবি জানান তারা।
দুপুরের আগে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল এলাকা থেকে একত্রিত হয়ে শাহবাগের দিকে মিছিল নিয়ে যান। এসময় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন। মেডিকেল ভর্তিচ্ছুকদের দাবির প্রতি সংহতি জানিয়ে আজ সারা দেশে বামসংগঠনগুলোর ডাকে ছাত্র ধর্মঘট চলছে।