কালীগঞ্জে নার্সিং অধিদপ্তরের মহাপরিচালকের অপসারণ দাবিতে বিক্ষোভ

Slider গ্রাম বাংলা

মো: সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের কালীগঞ্জে নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুর কর্তৃক নার্সদের কটুক্তির প্রতিবাদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সদের উদ্যোগে মহাপরিচালকের অপসারণ দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ই সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র ষ্টাফ নার্স খন্দকার বিউটি এর নেতৃত্বে এক বর্ণড্য বিক্ষোভ মিছিল হাসপাতালসহ বেশ কয়েকটি সড়ক পদক্ষিণ শেষে প্রতিবাদ সভায় মিলিত হয়।

হাসপাতাল প্রাঙ্গণে সিনিয়র ষ্টাফ নার্স খন্দকার বিউটি এর সভাপতিত্বে ও মো. আবু সাইদ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ষ্টাফ নার্স কনক মেরীষ্টোলা রোজারিও, সালমা বেগম, রাজিয়া সুলতানা, রেজোয়ানা নাজনীন, মনিকা ও সুকুমার বিশ্বাস প্রমূখ।

এ সময় বক্তাগণ নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুর এর অপসারণ দাবি করেন এবং নার্সিং পেশায় নিয়োজিত যোগ্য ব্যক্তিকে মহাপরিচালক পদে পদায়নের জন্য জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *