গাজীপুর: আট ঘন্টা বন্ধ করে ১৩ দফা দাবি আদায়ের পর টঙ্গী -কালিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ছেড়েছে পোশাক শ্রমিকেরা।
সোমবার(৯ সেপ্টেম্বর) সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে এই আন্দোলন।
জানা যায়, নির্ধারিত সময়ে বেতন দেওয়াসহ ১৩ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তালটিয়া এলাকায় অবস্থিত এপিএস গার্মেন্টস লিমিটেড এর শ্রমিকেরা। সোমবার সকালে গাজীপুর মহানগরীর ৪২ নং ওয়ার্ড পূবাইল থানাধীন তালটিয়া গার্মেন্টসের সামনে এ বিক্ষোভ শুরু হয়। বিকেল পাঁচটা পর্যন্ত টঙ্গী -কালিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক বন্ধ ছিল। স্থানীয়ভাবে সমঝোতা হওয়ার পর শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকেরা জানায়, গার্মেন্টসের প্রায় দুই হাজার শ্রমিকদের দাবি গুলোর মধ্যে অন্যতম দাবী গুলো হল, সব কর্মচারীকে ৭ তারিখের মধ্যে বেতন দিতে হবে। হাজিরা বোনাস ১ হাজার টাকা করতে হবে। বেতন ১৫ শতাংশ বৃদ্ধি করতে হবে। ১৮ দিনের ছুটির টাকা একসঙ্গে দিতে হবে। চাকরি ছাড়ার ১৫ দিনের মধ্যে সার্ভিস বিল দিতে হবে। ৬ মাস চাকরি মেয়াদ হলেও ঈদ বোনাস দিতে হবে।
তারা বলেন, দাবিগুলো যখনই উপস্থাপন করা হয়, তখনই কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন ও চাকরিচ্যুত করে দেয়। কোনো ছুটি দেওয়া হয় না। এ ছাড়া অসুস্থ হল চিকিৎসাসেবা পাওয়া যায় না।
এদিকে শ্রমিকদের অবরোধে আঞ্চলিক মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও জেটেব গাজীপুর জেলার মধ্যস্ততায় দীর্ঘ আলোচনা শেষে বিকেল সাড়ে চারটায় সমস্যা সমাধান হয়। সভায় উপস্থিত ছিলেন মোঃ সুলতান উদ্দিন কাউন্সিলর ওয়ার্ড ৪২ নম্বর ওয়ার্ড গাজীপুর মহানগর, ইঞ্জিঃ মোঃ সুলতান হোসেন শিশির সভাপতি জেটেব গাজীপুর জেলা শাখা, মোঃ দেলোয়ার হোসেন সিনিয়র সহসভাপতি পূবাইল থানা বিএনপি, সোয়াইবুল ইসলাম সোহাগ যুগ্ম সাধারণ সম্পাদক পূবাইল থানা বিএনপি, বিল্লাল হোসেন শ্রমিক নেতা সহ ও এ পি এস গার্মেন্টস এর মালিক শ্রমিক।
এ বিষয়ে পূবাইল থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করা হয়েছে।