চট্টগ্রামের কর্ণফুলী থানার খোয়াজনগর আজিমপাড়া এলাকা থেকে গ্রেপ্তারকৃত জেএমবির সামরিক শাখার প্রধান মো. জাবেদ অস্ত্র উদ্ধারের সময় এক গ্রেনেড বিস্ফোরণে নিহত হয়েছেন। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ দাবি করেছে, জাবেদকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে শহরের অক্সিজেন-কুয়াইশ সড়কে অভিযানে যায় পুলিশ। সেখানেই এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ ভোর পৌনে ৬টার দিকে জাবেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছে। উল্লেখ্য, সোমবার বিকালে কর্ণফুলী থানার খোয়াজনগর আজিমপাড়া এলাকার আইয়ুব বিবি সিটি করপোরেশন কলেজ রোড সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে জাবেদসহ পাঁচ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, অস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়।