পুরোটাই দরবারীদের পকেটে : ধর্ষিতার রুনার ইজ্জতের মূল্য ২৫ হাজার টাকা

বাংলার আদালত সারাদেশ

ধর্ষিতা রুনার ইজ্জতের মূল্য ২৫ হাজার টাকা নির্ধারণ করে পুরো টাকাই আত্মসাত করেছে স্থানীয় মাতববররা। ঘটনাটি ঘটেছে ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের পাগলা গ্রামে। ঘটনার বিবরণে জানা যায়, গত ৭ আগস্ট শুক্রবার সকাল ১১টার দিকে রূপসী ইউনিয়নের পাগলা গ্রামের এক তরুণীকে তার নিজ বাড়িতে একা পেয়ে ফুলপুর পৌরসভার দিউ মৌজার রহম আলীর ছেলে মাদ্রাসার ছাত্র লালচান (১৮) ধর্ষণ করে। এ সময় ধর্ষিতার বাবা আব্দুল মোতালেব ধর্ষককে হাতেনাতে আটক করেন। এ নিয়ে বিকেলে পাগলা গ্রামে একটি গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়। সালিশে পাগলা গ্রামের ইকবাল, আদগান, আব্দুর রহিম, তুলা, আব্দুল মালেক, আব্দুল খালেক, নুরুল আমিন, আছমত আলীসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। সালিশে ধর্ষিতার ইজ্জতের ক্ষতিপূরণ হিসেবে ২৫ হাজার টাকা সাব্যস্ত করে কয়েকদিনের মধ্যে টাকা দেয়ার শর্তে ধর্ষককে ছেড়ে দেওয়া হয়। টাকা দেওয়ার সময় পার হলেও ধর্ষিতাকে কোন টাকা দেওয়া হয়নি এবং এই টাকা সালিশের মাতব্বররা আত্মসাত করেছে বলে জানান ধর্ষিতার বাবা। অপরদিকে দরবারে উপস্থিত থাকা টাকার জামিনদার জানান, ধর্ষকের পক্ষ থেকে টাকা তিনি পাননি। টাকা পেলে তিনি নিশ্চয়ই ধর্ষিতাকে দিয়ে দিতেন। এ ব্যাপারে সুবিচারের আশায় ধর্ষিতার বাবা দ্বারে দ্বারে ঘুরছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *