পুঠিয়ায় চোরাই মোটরসাইকেলসহ একজন আটক

গ্রাম বাংলা জাতীয়

রাজশাহীর পুঠিয়ায় তিনটি চোরাই মোটরসাইকেলসহ কাজল (৩৫) নামে ওই সিন্ডিকেট চক্রের একজনকে আটক করেছেন পুলিশ। আটককৃত কাজল উপজেলার পূর্ব কাঁঠালবাড়ীয়া গ্রামের কান্দু সরকারের ছেলে। থানা সূত্রে জানাগেছে, গোপন সংবাদে গত শনিবার গভীররাতে অভিযান চালিয়ে কাজলকে আটক করা হয়। সে সময় তার বাড়ী থেকে কাগজপত্রহীন তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়, ইয়াবা ব্যবসাসহ থানায় একাধিক মামলা রয়েছে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, আটককৃত কাজলকে তিনটি মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। আর জব্দকৃত মোটরসাইকেল গুলোর কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *