রাজশাহীর পুঠিয়ায় প্রাইভেট শেষে বাড়ী ফেরার পথে প্রকাশ্যে অস্ত্রের মূখে অপহরণ হয়েছে স্কুল ছাত্রী দোলনা খাতুন (১৬)। সে উপজেলার বিলমাড়িয়া-শাহপাড়া গ্রামের প্রবাসী দুলাল গাজীর মেয়ে ও বিলমাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রী। এ বিষয়ে ওই স্কুল ছাত্রীর মা বিউটি বেগম বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানাগেছে, স্কুল ছাত্রী দোলনা খাতুন গত শনিবার বিকেল ৫ টার সময় প্রাইভেট শেষে বাড়ী আসছিল। পথে মধ্যে বিলমাড়িয়া গ্রামের আবুল হোসেনের বাড়ীন সামনে রাস্তায় পূর্ব থেকে ঔত পেতে থাকা ৩/৪ জন দুর্বৃত্ত অস্ত্রের মূখে ওই ছাত্রীকে মোটারসাইকেল যোগে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি জানাজানির পর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে সন্ধান চালিয়েও মেয়েটির কোনো হুদিস করতে পারেননি। এ বিষয়ে ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে গতকাল রোববার সকালে ৪ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, স্কুল ছাত্রী অপহরণ করা হয়েছে মর্মে থানায় একটি অভিযোগ এসেছে। আর মেয়েটিকে উদ্ধারের বিষয়ে বিভিন্ন স্থানে অভিযান চলছে। আশা করা যাচ্ছে অল্প সময়ের মধ্যে আমা মেয়েটিকে উদ্ধার করতে পারবো।