বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরে জাপানি নাগরিক কুনিও হোসিকে গুলি করে হত্যার দায় স্বীকারের দাবি করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস। এ খবর দিয়েছে বিবিসি। এতে বলা হয়, রাজধানী ঢাকায় ইতালির নাগরিক সিজার তাভেলাকে হত্যার পরও এর দায় স্বীকার করেছিল আইএস। এ দুটি হত্যার পর আইএস-এর নামে একই ধরনের দায় স্বীকার করা হলো। শনিবার সকাল ১১ টার দিকে আলুটারি এলাকায় কুনিও হোশি নামের ওই জাপানি নাগরিককে খুব কাছে থেকে গুলি করে দুই দুর্বৃত্ত। এ সময় অন্য একজন একটি মোটরসাইকেলে অপেক্ষা করছিল। হোসিকে গুলি করার পর দ্রুত তারা ওই মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে। ওদিকে গুলিবিদ্ধ হোসিকে হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি। পরে বার্তা সংস্থা রয়টার্স আইএস’র অফিসিয়াল টুইটার একাউন্টের বরাত দিয়ে জানায় যে, কুনিও হোশি নামের জাপানি নাগরিককে হত্যার দায় স্বীকার করেছে আইএস। এদিকে রংপুরের পুলিশ জানিয়েছে তারা এ ঘটনার পর চারজনকে আটক করেছে।