সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মনিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার (১৯ আগস্ট) রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএসের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডা. দীপু মনিকে বারিধারা থেকে আটকের পর গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান।
তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, এ বিষয়টি ডিএমপির এই কর্মকর্তা নিশ্চিত করতে না পারলেও ডিবির এক কর্মকর্তা জানান, গত ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় দীপু মনিকে গ্রেফতার দেখানো হতে পারে।