রংপুর নগরীর মাহিগঞ্জে জাপানের নাগরিক হোসিকনিও হত্যার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন হোসিকনিও যে বাসায় থাকতেন, সেই বাসার মালিক গোলাম জাকারিয়া, তার ছেলে, জাপানি নাগরিকের প্রকল্প সহকারী হুমায়ুন কবীর হীরা, রিকশাচালক মোন্নাফ ও মুরাদ। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এর আগে আজ সকাল ১০টার দিকে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তরা গুলি করে হত্য করে হোসিকনিওকে।