জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে যুক্তরাজ্য হয়ে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি সিলেটে যাত্রাবিরতির পর শনিবার দুপুর ১টায় হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। এসময় বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। এসময় সবার সঙ্গে কিছুক্ষণ কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এদিকে ‘চ্যাম্পিয়নস অফ দি আর্থ’ ও ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে ও রাজধানীর বিভিন্ন সড়কে জনতার ঢল নেমেছে। সকাল ১১টা থেকে বিমানবন্দরের সামনের সড়কসহ রাজধানীর বিভিন্ন সড়কে ১৪ দলের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। বাদক দল নিয়ে অবস্থানকারী এই নেতা-কর্মীদের হাতে রয়েছে শেখ হাসিনার নামে স্লোগান, হাতে রয়েছে অভিনন্দনবাণী সম্বলিত প্ল্যাকার্ড -ফেস্টুন। বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসেবে ‘চ্যাম্পিয়নস অফ দি আর্থ’ পুরস্কার পেলেন শেখ হাসিনা। এর আগে বাংলাদেশের পরিবেশবিদ ড. আতিক রহমান এই পুরস্কার পেয়েছিলেন।