আলী আজগর পিরু গাজীপুর থেকে : আলোচনা সভা ও র্যালির মধ্যদিয়ে গাজীপুরে পালিত হয়েছে বিশ্ব প্রবীণ দিবস।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল ১০টায় গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও র্যালিতে অর্ধশতাধিক প্রবীণ অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক (ডিসি) এস এম আলম, জেলা প্রশাসক (সার্বিক) মো. রাহেনুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মুঞ্জুরুল আলম, মুক্তিযোদ্ধা আবুল হোসাইন ও গাজীপুর প্রবীণ কল্যাণ সমিতির সদস্য সচিব হাজি কামাল উদ্দিন আহাম্মেদ প্রমুখ।
অ্যাড. দেওয়ান মো. আবুল কাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রবীণরা জীবনের শেষ সময়ে পারিবারিক ও সামাজিক সম্পর্ক, রাষ্ট্রীয় নিরাপত্তামূলক সহায়তা এবং সম্মান ও স্বাধীনতা ভোগ করার দাবি জানান। বর্তমান প্রজন্ম যেন প্রবীণদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠেন পাঠ্য পুস্তকের মাধ্যমে, এমন আহ্বান প্রবীণ কল্যাণ নেতাদের। ষাটোর্ধ্ব নারী-পুরুষরাই প্রবীণ।
সরকার প্রবীণদের রাষ্ট্রের সিনিয়র সিটিজেন হিসেবে ঘোষণা করেছেন।