ইসমাঈল হোসেন, গাজীপুরঃ ঢাকা ময়মনসিংহ রোডে চান্দনা চৌরাস্তা এলাকায় সাধারণ শিক্ষার্থীদের হাতে মাদকবাহী একটি প্রাইভেটকার(ঢাকা মেট্রো-গ ২৭৬৯৩০) আটক হয়েছে।
৯ আগস্ট শনিবার দুপুর ১ টার দিকে গাজীপুর চৌরাস্তা ঢাকা ময়মনসিংহ রোডে পরিবহনের শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক এর ভূমিকায় থাকা সাধারণ শিক্ষার্থীদের হাতে প্রাইভেটকারটি আটক হয়।
ঘটনাস্থলে থাকা শিক্ষার্থী ইমরান হোসেন জানান, আমরা সকাল থেকে ঘটনাস্থলে ছিলাম। ময়মনসিংহ গামী প্রাইভেটকারটির বেপরোয়া গতি দেখে সন্ধেহ হলে স গাড়িটি সাইড করতে বললেও চালক কর্ণপাত না করে দ্রত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি সালনায় থাকা বন্ধুদের জানালে সালনায় দায়িত্বরত সাধারণ শিক্ষার্থী বন্ধুরা প্রাইভেটকারটি চালক সহ আটক করে।
প্রাইভেটকারে চালক মোঃ নাঈম জানান গাড়িটি গুলশান হতে মাওনা নিয়ে যাচ্ছিলেন।
জানা যায় গাড়িতে আট কেসে ১৯২ বোতল মাদক রয়েছে। বর্তমানে প্রাইভেটকারটি চালকসহ চান্দনা চৌরাস্তায় সাধারণ শিক্ষার্থীদের হাতে আটক রয়েছে।
সরেজমিন ঘুরে দেখা যায় চলমান বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে হাসিনা সরকারের পতনের পরদিন থেকে সড়ক মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছে।