শারমিন সরকার
ব্যুরো চীফ
গ্রাম বাংলা নিউজ২৪.কম
শ্রীপুর অফিস(গাজীপুর) : একাধিক সরকারি প্রকল্প থেকে জালিয়াতির মাধ্যমে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুরের শ্রীপুর পৌরসভার মেয়র সহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য মামলা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, চলতি সপ্তাহে মামলাটি দায়ের করা হবে। যাদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত হয়েছে তারা হলেন- শ্রীপুর পৌর মেয়র মো. আনিছুর রহমান, হিসাবরক্ষক আব্দুল মান্নান এবং ওই পৌরসভার সাবেক সচিব মাশরেকুল ইসলাম। দুদক উপ-সহকারী পরিচালক ফখরুল ইসলাম এ অভিযোগ অনুসন্ধান করেছেন।