সাভার (ঢাকা) সংবাদদাতা; সৌদি আরবে গত বৃহস্পতিবার পদদলিত হয়ে ৭৬৯ জন হাজি নিহত ও ৯৪৩ জন আহত হওয়ার ঘটনার পর থেকে মক্কায় হজ করতে যাওয়া সাভার পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান (৪৭) ও তার স্ত্রী আলেমা বেগম (৪৩) নিখোঁজ রয়েছেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
নিখোঁজের পর থেকে কাউন্সিলরের পৌর এলাকার কাতলাপুরের আমতলার বাড়িতে পরিবারটিতে আহাজারি চলছে। আমিনুর রহমান এর আগেও হজ পালন করেছেন। এবার তিনি দ্যা সিটি ট্র্রাভলসের মাধ্যমে স্ত্রীসহ হজে গিয়েছেন। তাদের আরিফুর রহমান আরিফ (২৪) ও আতিকুর রহমান আসিফ (২২) নামে দুই ছেলে রয়েছে। গত ৯ সেপ্টেম্বর তারা সৌদি আরবে যান।
গত বৃহস্পতিবার মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করার সময় পদদলিত হয়ে হাজিদের মৃত্যু ও আহত হওয়ার ঘটনার পর থেকে তারা নিখোঁজ রয়েছেন।
মিনায় এ ঘটনার আগের দিন পরিবারের সাথে মোবাইলে তাদের সর্বশেষ কথা হয়। ওই সময় দেশে কোরবানিসহ কাউন্সিলরের বৃদ্ধ বাবা ও মা এবং দুই ছেলের খোঁজ খবর নেন। এর পর থেকে তাদের সাথে আর কোনো যোগাযোগ হয়নি। তাদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
কাউন্সিলরের পিএস আরিফুর রহমান আরিফ নয়া দিগন্তকে জানান, আজ রোববার পর্যন্ত কাউন্সিলর ও তার স্ত্রী হজে যাওয়ার সহযাত্রী এবং নিখোঁজদের যারা তালিকা তৈরি করছেন তাদের কাছেও তাদের কোনো সন্ধান পাননি।