মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বলেছেন, সংবাদ মাধ্যমে যত বেশি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ হবে ততবেশি দেশ ও দেশের মানুষ উপকৃত হবে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমের নাম ব্যবহার করে যে গুজব ছাড়ানো হয় তা কারও জন্য মঙ্গলজনক নয়।গুজব মোকাবেলার পাশাপাশি সকল সাংবাদিককে মানুষের কাছে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে উদ্যোগী হতে হবে। তিনি আরও বলেন, দেশের সকল শ্রেণি পেশার মানুষ ভাল থাক, এটাই প্রধানমন্ত্রীর প্রত্যাশা। এ জন্য সাংবাদিকদের কল্যাণ ট্রাস্ট গঠনের মাধ্যমে সহায়তা ও অনুদান প্রদান করা হচ্ছে।
সোমবার, ২৯ জুলাই/২৪, দুপুর ১২টার দিকে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে বগুড়া সাংবাদিক ইউনিয়ন আয়োজিত অসুস্থ সাংবাদিক ও প্রয়াত সাংবাদিকের পরিবারকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক একথা বলেন।বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে)’র সভাপতি জে.এম রউফের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রানার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি অতিথি’র বক্তব্য রাখেন,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সহ-সভাপতি ও বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে)’র নির্বাহী পরিষদ সদস্য এবং বগুড়া প্রেসক্লাব ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, বিইউজে’র সাবেক সভাপতি ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু।আরও বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা-সাংবাদিক আব্দুল মোত্তালিব মানিক, সংগঠনের সহ-সভাপতি চপল সাহা, (বিইউজে)’র সাবেক সাধারণ সম্পাদক আরিফ রেহমান, বিইউজে সদস্য সাজেদুর রহমান সিজু, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রবীর মোহন্ত প্রমূখ।উল্লেখ্য, এবার মোট ৬ জন অসুস্থ সাংবাদিক ও একজন প্রয়াত সাংবাদিকের পরিবারকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সাড়ে ৭ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়