মিনায় পদদলনের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন বাংলাদেশী হাজী নিহত হয়েছেন বলে মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ অফিসের পক্ষ থেকে বলা হয়েছে। আর এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৯৮ জন হাজী।
শনিবার দূতাবাসের হজ কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, “নিহতদের শনাক্তের কাজ শুরু হয়েছে। এর মধ্যে আল নূর হাসপাতাল কর্তৃপক্ষ ৮২ জন নিহতের ছবিসহ একটি তালিকা প্রকাশ করেছে। তবে সেখানে কোন বাংলাদেশীকে পাওয়া যায়নি।”
দূতাবাসে ফোন করে এ পর্যন্ত ১২৮ জনকে খুঁজে না পাওয়ার অভিযোগ দূতাবাসে এসেছে। তবে এর মধ্যে ৩০ জনকে আমরা খুজে পেয়েছি; তারা ভালো আছেন। ৯৮ জনের কোনও তথ্য পাওয়া যায়নি।
তাদের খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান দূতাবাস কর্মকর্তা আসাদুজ্জমান। তবে তাদের মধ্যে কোন দেশের কতজন আছেন, সে তথ্য এখনও প্রকাশ করেনি দেশটি।
আসাদুজ্জামান বলেন, “সেন্ট্রাল মর্গেও নিহত কয়েকজনের তালিকা প্রকাশ করা হয়েছে। আমাদের লোক সেখানে আছে, আমরা তালিকা থেকে আমাদের দেশের কেউ আছেন কিনা তা খোঁজার চেষ্টা করছি। আজ মিনা ক্যাম্প ক্লোজ করা হয়েছে, এখন মক্কায় ফিরে যাচ্ছি। মক্কায় ফিরে হয়তো আরও কিছু তথ্য পাবো।”
এ দিকে আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত থেকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা লাশ শনাক্তের কাজটি শুরু করেছেন।