দেশজুড়ে চলমান সহিংস পরিস্থিতিতে আগামী ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বৃহস্পতিবার (১৮ জুলাই) এক বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা স্থগিতের খবর জানানো হয়।
এতে বলা হয়, ‘অনিবার্য কারণবশত’ এই তিন দিনের অনুষ্ঠিতব্য সব শিক্ষাবোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে।
বাতিল হওয়া পরীক্ষার পরবর্তী সময় জানিয়ে দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
২৮ জুলাই থেকে বাকি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।
উত্তরায় সংঘর্ষে ৫ জন নিহত, আহত অনেকে
কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে চলা ‘শাটডাউন’ কর্মসূচিতে রাজধানীর উত্তরায় সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে বলে জানা গেছে।
কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান বিবিসিকে জানিয়েছেন, বৃহস্পতিবার সংঘর্ষে আহত হয়ে শতাধিক ব্যক্তি চিকিৎসা নিতে এসেছিল। এদের মধ্যে চারজন মারা গেছেন। এছাড়া তাদের হাসপাতালে ৭০ জন ভর্তি আছে। আর পাঁচজনকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।
তাৎক্ষণিকভবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।
এদিকে, উত্তরায় অবস্থিতি বেসরকারি আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি বেসরকারি নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে জানা গেছে। হাসপাতালের প্রিন্সিপাল সাব্বির আহমেদ খান বিবিসি বাংলাকে জানান, এই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।
এখন পর্যন্ত ১২০ জন এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলেও জানান তিনি।
এর আগে, মাদারীপুরে সংঘর্ষ চলাকালে পানিতে ডুবে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার ফায়ার সার্ভিস।
এছাড়া সংঘর্ষের ঘটনায় আহত আরো প্রায় আড়াই শ’ জন উত্তরার বেসরকারি ক্রিসেন্ট ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।
হাসপাতালের জেনারেল ম্যানেজার তোফাজ্জল হোসেন বলেন, ‘অন্তত ২০০ থেকে ২৫০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। কেউ ভর্তি নেই এ মুহূর্তে। আহত আরো আসছে এখনো। তবে, সংখ্যা বলা যাচ্ছে না। এ হাসপাতালে আহতদের কেউ মারা যায়নি।’
সূত্র : বিবিসি