বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি রোধে সৌদি আরবের প্রতি তেল উত্তোলন বাড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় ট্রাম্প লিখেছেন, তিনি সৌদি আরবের দৈনিক তেল উত্তোলনের পরিমাণ ২০ লাখ ব্যারেল পর্যন্ত বাড়ানোর যে অনুরোধ করেছিলেন বাদশাহ সালমান তাতে সম্মতি দিয়েছেন। খবর বিবিসি’র।
বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশ ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পরিকল্পনার প্রেক্ষিতে গত সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পায়। তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক এবং রাশিয়া তেল উত্তোলন বাড়িয়ে দেয়ার ব্যাপারে সম্মত হলেও তেলের বিশ্ববাজার অস্থির।