শেরপুরে নার্সারীতে হামলা, চারা নষ্টের অভিযোগ

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি

সবিতা রানী, (শেরপুর) বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলার শেরপুর উপজেলার মহিপুর গ্রামের জামতলা নামক স্হানে “নীলা নার্সারীতে” হামলা চালিয়ে লক্ষাধিক টাকার মালটা গাছের চারা নষ্টের অভিযোগ উঠেছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবী করা হয়েছে।শুক্রবার, ১২ জুলাই/২০২৪, বিকালে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর এলাকার নীলা নার্সীরা স্বত্তাধিকারী মোছা. জাহানারা বিবি। তিনি ওই এলাকার এসএম নূর হোসেনের স্ত্রী।তিনি অভিযোগ করে বলেন, গত বুধবার ১০ জুলাই/২৪, সকাল আনুমানিক (১১.১৭am)টার দিকে এলাকার রোস্তম আলীর নেতৃত্বে বেশ কয়েকজন বিনাঅনুমতিতে নার্সারীতে প্রবেশ করে হামলা, মারপিট এবং নানা ক্ষয়ক্ষতির হুমকি দেয়। এসময় ৯৯৯ এ ফোন দেয়ার পর পুলিশ আসলে তারা চলে যায়। ওই দিন রাতেই নার্সারীর প্রায় দুইশ মালটা গাছের চারা কে বা কারা নষ্ট করে। এ ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।কিন্তু থানায় লিখিত অভিযোগ দেয়া হলেও এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগলেও পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।এ ব্যাপারে অভিযুক্ত রোস্তম আলীর সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।শেরপুর থানার এসআই সাইফ আহম্মেদ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *