সিলেটে ঈদ নিরাপত্তায় থাকবে তিন সহস্রাধিক পুলিশ

Slider জাতীয় সিলেট

police_BGB_299676639সিলেট: প্রিয়জনের সান্নিধ্যে আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো মানুষ। ফলে অনেকটাই খালি থাকবে নগরীর বাসা-বাড়ি। এ সুযোগ কাজে লাগাতে পারে অপরাধীরা। তাই নগরের নিরাপত্তায় বরাবরের ন্যায় এবারও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সিলেট নগরী ও জেলার উপজেলা সদরগুলোতে নিরাপত্তা দিতে নিয়োজিত থাকবে প্রায় তিন সহস্রাধিক পুলিশ।

শুধু সিলেট মহানগরীতেই থাকবে দেড় সহস্রাধিক পুলিশ। সেই সঙ্গে র‌্যাব সদস্যরাও টহল জোরদার করবে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ জানান, ঈদ উপলক্ষে পোশাকে-সাদা পোশাকে প্রায় দেড় সহস্রাধিক পুলিশ নগরের নিরাপত্তায় থাকবে। থাকবে টহল দল ও গোয়েন্দা নজরদারি। এছাড়া ঈদ পরবর্তী কয়েক দিনে নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে বলে জানান তিনি।

নগরী ছাড়াও সিলেট জেলার উপজেলা সদরগুলোতে নিরাপত্তা দিতে নিয়োজিত থাকবে দেড় সহস্রাধিক পুলিশ।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এই সময়ের মধ্যে সার্বাক্ষণিক নিরাপত্তা জোরদারে সকল থানার ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রুকন উদ্দিন বলেন, ঈদে মাঠ পর্যায়ে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার থাকবে। মাঠ পর্যায়ে নিরাপত্তা তদারকি করবে এসএমপি সদর দফতর।

এছাড়া ঈদের দিন সিলেটের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে শাহী ঈদগাহে। এই ঈদগাহকে ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা থাকবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও তৎপর থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *