ঢাকা: গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে এসব ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চান্দনা চৌরাস্তা এলাকায় এক সংবাদ সম্মেলনে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে শহরের শিববাড়ী মোড়ে সাতক্ষীরা হোটেলের সামনে থেকে এক হাজার পিস ইয়াবাসহ জসিম উদ্দিন (২৯) ও আশরাফুজ্জামান আকিলকে (৩০)আটক করা হয়।
এছাড়া পৃথক অভিযানে টঙ্গী টিঅ্যান্ডটি কলোনি এলাকা থেকে ১৫০ কেজি গাঁজাসহ আমজাদ হোসেন (৫৬) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়।
এসপি হারুন অর রশীদ আরও জানান, মঙ্গলবার ভোরে গাজীপুর মহানগর এলাকার চান্দনা মধ্যপাড়ায় পৃথক এক অভিযানে এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় জড়িত অভিযোগে হারুন অর রশিদ (৪৮), আলমগীর হোসেন (৪৩), মো. রাজু (২৬) ও মজিদ মিয়া (৫০) নামে আরও চারজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
হারুন অর রশীদ বলেন, এ ঘটনায় থানায় পৃথক মামলা করা হবে।
