বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সৃষ্ট ঝোড়ো হাওয়ায় অন্তত ১০টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। বরগুনার পাথরঘাটা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ভোররাতে হঠাৎ করে ঝোড়ো বাতাস শুরু হলে ঢেউয়ের তোড়ে অন্তত ১০টি ট্রলার ডুবে যায়। ট্রলারগুলো সুন্দরবন-সংলগ্ন বঙ্গোপসাগরের কচিখালী, কটকা, নারিকেলবাড়িয়া ও সাতবাম এলাকায় অবস্থান করছিল। ডুবে যাওয়া ট্রলারগুলোর মধ্যে এখন পর্যন্ত তিনটির নাম জানা গেছে। এ ঘটনায় ে কান জেলের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ডুবে যাওয়া ট্রলারগুলোর জেলেদের সাগরে ভাসতে দেখে সেখানে অবস্থানরত অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করেন।
তিনি আরও বলেন, ডুবে যাওয়া ট্রলারগুলোর জেলেদের সাগরে ভাসতে দেখে সেখানে অবস্থানরত অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করেন।