ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ২৩ আগষ্ট ১৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় কলা অনুষদের অন্তর্গত আরবী বিভাগের অধীনে হাফেজা জয়নব মো: সিদ্দিকুর রহমানকে তাঁর রচিত ‘‘সূরা আন-নূরের আদেশ ও নিষেধমূলক শব্দাবলী : একটি ভাষাতাত্ত্বিক, আলঙ্কারিক ও বিশ্লেষণমূলক পর্যালোচনা’’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচ ডি ডিগ্রী প্রদান করেছে। আরবী ভাষায় তিনি গবেষণার কাজ করেন। গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. আ.জ.ম কুতুবুল ইসলাম নোমানী। জয়নব ইত:পূর্বে সৌদি আরবের রিয়াদে অবস্থিত মাদরাসাতুস সাবিআ ও সানাবিয়াতুস সানিয়া লি তাহফিজুল কুরআনুল কারীম থেকে হিফয, প্রাথমিক, এস.এস.সি ও এইচ.এস.সি সমমান এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে দাওয়াহ ও ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স পরীক্ষায় পাস করেন। তিনি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে প্রভাষক পদে কর্মরত। ড. জয়নব কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা-কালিকাপুর গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজকর্মী মরহুম মমতাজ উদ্দিন আহমদের ছেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও বর্তমান ডেপুটি রেজিষ্ট্রার জনাব সাহাব উদ্দিন আহমদের সহধর্মিনী। তিনি সকলের দোয়া প্রার্থী।