চট্টগ্রাম: বাঁশখালী থানার প্রেমবাজার এলাকা থেকে অস্ত্র ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় দুইটি একনলা বন্দুক ও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার রাতে বাঁশখালীর প্রেমবাজারের দক্ষিণে চেকপোস্টে তল্লাশি চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আলম শরীফ (৩৫), রহমতউল্লাহ (৩২) ও দিদার (২৭)। এদের মধ্যে শরীফ ও রহমতউল্লাহ’র বাড়ি কক্সবাজার জেলার মহেশখালীতে। দিদারের বাড়ি জেলার সাতকানিয়া উপজেলায়।
বাঁশখালী থানার ওসি স্বপন মজুমদার বলেন, রাত সোয়া দুইটার দিকে প্রেমবাজার চেকপোস্টে তল্লাশি চালিয়ে দুইটি একনলা বন্দুকসহ শরীফ ও রহমতউল্লাহ নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এর আগে রাত পৌনে দুইটার দিকে একই স্থান থেকে ১ হাজার পিস ইয়াবাসহ দিদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।