গাজীপুরে দুই দিনেই দাম বেড়েছে কেজী প্রতি আদা ১০০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা

গ্রাম বাংলা

Exif_JPEG_420

গাজীপুর: গাজীপুর : দুই দিন আগেও কাঁচা মরিচের কেজী ছিল ২০০ টাকা। ঈদকে সামনে রেখে এখন মরিচ বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। আদার দাম ২৮০ টাকা থেকে ৩৮০ টাকা হয়েছে। একইভাবে বেড়েছে শসা ও টমেটোর দাম।

আজ রবিবার (১৬ জুন) সকাল ৯ টায় জোরপুকুর রোডে ফুটপাতে এই মূল্য দেখা যায়।

সবজি বিক্রেতা রুবেল মিয়া জানান, দুই দিন আগে কাঁচা মরিচ ছিল ২০০ টাকা কেজী। এখন ২৮০ টাকা কেজী দরে বিক্রি হচ্ছে। আদা ছিল ২৮০ টাকা কেজী। এখন বিক্রি হচ্ছে ৩৮০ টাকায়। শসা ছিল ৬০ টাকা, সেই শসা দুই দিনের ব্যবধানে এখন ১০০ টাকা কেজী। টমাটো ছিল ১২০ টাকা কেজী এখন ১৪০ টাকা কেজী দরে বিক্রি হচ্ছে।

এদিকে জয়দেবপুর, চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজার, টঙ্গী, কালিগঞ্জ ও কাপাসিয়ায়ও প্রায় একই অবস্থা। ঈদকে সামনে রেখে দুই দিনে দাম বেড়ছে সকল সবজি ও সবজি জাতীয় পণ্যের। পাশাপাশি আকাশচুম্বি মসলার দাম।

এম আর এস এন্টারপ্রাইজের মালিক মাফিকুর রহমান সেলিম বলেন, ঈদ আসলেই একটি অসাধু চক্র জিনিসপত্রের দাম বাড়ায়। বাজার মনিটরিং ব্যবস্থা দূর্বল থাকায় দ্রব্যমূল্যের দাম হঠাৎ বেড়ে যায়।

এবিষয়ে বক্তব্য জানতে গাজীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ- পরিচালক মো: শরিফুল ইসলামকে ফোন করলে তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *