গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১ নং ওয়ার্ডে অবস্থিত পূবাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহত্তম কোরবানীর পশুর হাট বসেছে। এবিষয়ে প্রধান শিক্ষক বললেন আমার প্রতিষ্ঠানের কোন মাঠ নেই।
আজ শনিবার (১৫ জুন) সরেজমিন এই দৃশ্য দেখা যায়।
জানা যায়, পূবাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহত্তম কোরবানীর পশুর হাট বসেছে। হাজার হাজার পশু বিক্রির জন্য মাঠে আছে। মানুষের ভীড়ে পূবাইল বাজার রোড বন্ধ হয়ে গেছে।
পূবাইল পশুর হাটের ইজারাদার হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান, পূবাইল মেট্রোপলিটন থানা এলাকার ঐতিহ্যবাহী একমাত্র কোরবানির পশুর হাট পূবাইল বাজার।
পূবাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়া রাণী দত্ত বলেন, মাঠে পশুর হাট বসেছে কিন্তু মাঠটি আমার নয়। এই মাঠ সরকারী জায়গায়। তবে আমার বিদ্যালয়ের ছেলে মেয়েরা মাঠটি ব্যবহার করে।
গাজীপুর সিটি কর্পোরেশনের সহকারী সম্পত্তি কর্মকর্তা নুরুজ্জামান মৃধা বলেন, আমি অসুস্থ। কথা বলতে পারব না।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ( যুগ্ম সচিব) এ এস এম সফিউল আজম বলেন, পূবাইল বাজারে পশুর হাট দেয়া হয়েছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে নয়। আমি ম্যাজিস্ট্রেট পাঠাচ্ছি।